মানষ কেনো বেঁচে থাকতে চায়
পৃথিবীতে? এতো ভয় ও সংশয়
সাথে করে,কেনো বেঁচে থাকা
মানুষের কথা শুনে :"আরে বোকা
নাকি!না,না কিচ্ছু- হবে না
ওকে দিয়ে" এরপরেও বেঁচে থাকা।
কিন্তু কেনো মানুষের পাছে ঘুরে
ঘুরে :"স্যার, স্যার একটু ফিরে
তাকান,স্যার" বলে বেঁচে থাকা?
মানুষের  কী এমন দায়বদ্ধতা
তার পৃথিবীর কাছে যে তাকে
বাঁচতে হবে সব অপমান সয়ে
"নাকেমুখে খৎ দাও, তবুও না
মরা চলবে না, একদম না"
তোমায় বাঁচতে হবে, পৃথিবীতে
সকলের সাথে প্রতি পদে-পদে
তাল দিয়ে ;পথ যদিও অজানা
তবু ছাড় নেই, কোনো কানা
খোড়া বা লুলা হলেও,হামাগুড়ি
দিয়ে বাঁচে এমনকি হাড় চুরি
করে হলেও।কিন্তু কখনো প্রশ্ন
করো না: কেনো বেঁচে থাকবো
পৃথিবীতে? কারণ - সম্ভবত -
তারা বিশ্বাস করে বেঁচে থাকাই পূণ্য।