দুঃখ লুকাবার কত চেষ্টা আমাদের
লোকে যাতে আমাকে দুঃখী না-ভাবে
সেজন্য দামি শাড়ি, বাড়ি ও খাদ্যের
পশরা সাজায়ে সুখের ভাণ করে যাই সরবে।
.
লোকে কী ভাববে যদি এভাবে দেখে ফেলে
লজ্জায়, আতঙ্কে ঘাম বহে সেদৃশ্য কল্পনায়
কিন্তু বাস্তবে আমি কভু ছিনু না তাদের খেয়ালে
তখন বুঝি লোকচক্ষুর সুখ আসলে সত্য নয়।