অসুন্দরের পাশে সুন্দরের বাস
সুন্দর আছে সদা অসুন্দরের পাশ।
.
অসুন্দর যদি প্রেম কামের কারণ
কাম-অবসানে হয় ভালোবাসার স্মরণ
আর নিষ্কাম যদি প্রেম ফুলের মতন
সুন্দর ফোটে ফুল পেলে পোকার দংশন।


সুন্দরের পাশে অসুন্দর সুন্দর অতি
অসুন্দর বিহনে সুন্দর অসুন্দর অসতী।


সুন্দর যদি প্রিয়ার গোলাবি কপোল
কালো তিল টোলোপরি হয় নীলোৎপল
আর লাজরক্তহীন যদি অধর যুগল
অসুন্দর করবে ভোগ তাহার দেহ দীঘল।
…......…...................................................