শত অসুন্দর অঙ্গে তব প্রেম অভিলাষ
হেরি মাঝে লভিছে মন সুখের নিবাস।
.
হেন শ্যাম বরণ তার নজর না কাড়ে
সুরশূন্য কন্ঠ হতে কিবা বিদ্যা ঝড়ে
ঘনকালোকেশ এতো কবির কল্পনা
নিষ্পলক চাহনি তার নয় আয়তলোচনা।
.
হেরিলাম যবে মম হৃদয় আঁখি খুলি
সুন্দরের ঝরনা তার ঝরিছে অঙ্গ গলি।
.
সুন্দর! সেতো মনের কিরণ স্পর্শে
উজ্বলিয়া উঠে পঁঞ্চঅলিন্দ মাঝে
দর্শন মেলা ভার পঙ্কিল মাটির কুটিরে
দুয়ার সমুখে যদি অহম এসে জুটে।
. ...................................