আমার পরিচয়—মানে তোমরা যে নামে জানো আমায়—
তা হতে পারে: আদর্শ, জাতীয়তা, বর্ণ বা ধর্মের
সংজ্ঞায়।
সবই এক প্রতিক্রিয়া: আমার  বিপরীত  সত্তার
প্রতিচ্ছবি—
সাময়িক  সুবিধার  লোভে  যখনই  দাঁড়ায়েছি  মুখোমুখি
অথবা হারায়েছি  পূর্ব-সংস্কার  নিজের উন্মুক্ত বসুন্ধরায়।


সেজন্যই কি ওসব পরিচয় যন্ত্রণার: মরার কিংবা মারবার?
যখন জীবনের সুন্দরতর মুহূর্তগুলো পরিচয়লীন একাকার,
যেখানে শ্রেণিবিদ্যার ভেদরেখা মিশে গেছে জ্ঞাতা
ও জ্ঞেয়র,
সেখানেই জীবনের যোগ অখণ্ড জীবনের সাথে
অপাঙক্তেয়র।
অথচ পরিচয়বোধ শুধুই এক বিয়োজক স্বার্থপর সচেতনতার।