পথের 'পরে শুয়েছিলো সে
চার পা টান-টান করে;আলস্যে
ঘুমায়, দ্বিপদী মানুষের ভীড়ে
শব্দকোলাহল ও ভর দুপুরের
তপ্ত রৌদ্রের মাঝে। তবুও তার
নিদ্রায় নেই কোনো বিরহ,আর
অপূর্ণ বাসনার পাছে ক্লান্তির ছাপ;
যেনো পৃথিবীর সমস্ত দুঃখ-তাপ
মুছে গেছে তার দু’টি আঁখি থেকে
সেই আনন্দে বুঝি কান দুটি নেচে
নেচে উঠে (খানিকটা) উপহাসচ্ছলে
সমাজ, সভ্যতা ও মানুষের ভালে,
এঁকে দেয় লজ্জার সুবর্ণ তিলক
একটি রাস্তার কুকুর ও তার ঘুমন্ত দু'টিচোখ।