বিকেল গড়িয়ে সন্ধ্যে এলো,এলো না তবু সে
যার প্রতীক্ষায় দিন কাটে মোর পথ পানে চেয়ে
বাঁধনহারা খেঁচরজোড়া আপন নীড়ে ধায়
সন্ধ্যাপ্রদীপ আলোছড়ায় প্রাচীন নিরালায়
মসজিদে ডাকে ধর্মগুরু মর্মবীণা ধ্বনি
পথের প্রান্তে উঠল কি বেজে তার আগমনী?
বিজন সাঁঝে বিরহীরলাজে বসি পথের 'পরে
পদ্যপুষ্পের মালা গাঁথি প্রিয়ার অঞ্চলে
সেই মালা মোর পুড়িয়া গেছে বিরহানলে জ্বলি
বিচ্ছেদে তারি অশ্রবারি রুধিয়া রাখিতে নারি!
..................................................।।