তোমার সকল দুঃখ সখী
         দাও হে আমার করতলে
লও হে আমার কাব্যবীণা
        তোমার সুরের শতদলে।
তোমার সকল দঃখ আমি
         বইব সখী আপন মনে
সইব তোমার ছিন্ন বেদন
       হেরিয়া করুণ আঁখিপানে।
তোমার পাশে লড়ব সখী
          জীবধ-মরণ-রণাঙ্গনে
ভয় কিসের থাকি সে যত
       ভাগ্যদেবীর নিঠুর শমনে।
বাঁধলে বাসা আশাভরে
       ভাগ্যরে সখী কিসের ভয়
বাসলে ভালো প্রাণভরে
        কোন সে আশা অপূর্ণরয়?
অভাব যদি ছদ্মবেশে
         কড়া নাড়ে কভু দ্বারে
অতিথিরুপে ল'ব তারে
        তোমার আমার সংসারে।
ভালোবাসর অভাব যেন
      হয় না সখী তোমার প্রাণে
ওই প্রাণের বহ্নিজ্বালা
        নিভিবে না অর্থবরষণে।
সন্দেহেরই অশ্রুবাণে
         রক্ত ঝরে হৃদয় চিরে
সেই রুধিরের সিঁদুর সখী
      পড়াবো তোমার সিথি জুড়ে।
সাত পাকে বাঁধা জীবন
          তিন কবুলের সাক্ষ্যতে
তোমার সকল দুঃখ সখী
         লইব আমি মাথা পেতে।


..................................৩০/০৩/২০১৮