ভালোবাসার কথা বলো, অন্যথা চুপ থাকো।
সারা দিন বই পড়ার পর এখন আমি ক্লান্ত,
অবসন্ন। তাই তোমাদের বিষয়সম্পত্তির আলোচনা
ভালো লাগে না শুনতে। চাই একটু ভালোবাসা
মনের জড়তা দূর করতে, কাজে উৎসাহ পেতে
আছে ভালোবাসা? থাকলে লুকায়ো না আপনাতে,
প্রকাশ করো; নিরব ভালোবাসা বেদনাদায়ক
না থাকলে সমস্যা নেই; কেবল বন্ধ রাখো মুখ
কাঁটা ঘায়ে নুন ছিটায়ো না। অবশ্য তোমরা মানুষ
ঠিক তার উল্টো: হিংসাত্মক কথা বলো বিন্দুমাত্র  হুঁশ
ছাড়া, আর ভালোবাসার কথা বলো কানে কানে।
জানি না কেন। তবে মনে হয় প্রতিদ্বন্দ্বিতার কারণে
অপরকে ক্ষুদ্র ভাবার কারণে ভালোবাসাকে মনে হয়
দুর্বলতা। একথা অনেকটা সত্য,তাই মশকরার ভয়
পেতে হয় লোকমুখের।