তুমি কত সুন্দর,সুন্দর কিতা জানে?
মেলিলে আঁখি তোমার পানে,
             বুঝিত সুন্দর সুন্দর'র মানে।
সুন্দর বদন,সুন্দর চরণ
সুন্দর অধর,সুন্দর কোটর
সুন্দর বরণ,সুন্দর গড়ণ
সুন্দর সতর,সুন্দর কেশ' র
সর্বাঙ্গ জুড়ে বিরাজে এক মহাসুন্দর'র স্বপন।
....................................................


সুন্দর'র মাঝে সুন্দর তুমি
অনিন্দ্য সুন্দরী
পদ্য-পুষ্পে পূজিছে তোমায়
সুন্দর'র পূজারি
চকোর সম মম প্রাণ ভর
সুন্দরের উপাসনা
সুন্দরীদের তনুর তীর্থে
সতত আনাগোনা ।