প্রেমে-কামে গড়া এই দেহ
নয়  দেবতার   সৃষ্ট  কোনো
মন্দির,সুন্দরী! যে দেবীরুপে
তোমার করিব পূজা নিষ্পাপে
ও নিষ্কামে অবুঝ বালকের মত
অদৃশ্য কোনো মায়ার টানে,তব
নারী দেহের মাধুর্য কী কভু
ভুলে যাবো,সুন্দরী!চিরবধূ-
রুপে তোমায় পাবার বাসনা
সদা জাগ্রত যে হৃদয়ে,কামনা
জাগে সেথা নাভির তলদেশে
অতি সঙ্গোপনে কিন্তু নিমেষে
কেঁপে উঠে যখন বুকের কাপড়
সরে যায় তব অলক্ষ্যে;ভোর
সকালে কিবা রাতে প্রতিবার
যদিও তা নয় অজ্ঞাত তোমার
কর্ণমূলে।তবুও আত্মছলনায় কেনো
ভাবো: পুরুষ হয় সন্ত,আর তুমি
                 হও দেবী,সুন্দরী!