কে আছো
           শুনতে   কি   পাও
  নগর জীবনের নাগরিক চিৎকার
           আধুনিক সভ্যতার
  পাথরচাপা পড়া মাটির ক্রন্দন
           পদপিষ্ট পাতা যেমন
     তেমনি আধুনিক ভেসে যাও
           শুনতে   কি   পাও।
                কে আছো
                 নিদ্রাহীন
     দ্যাখো চেয়ে খুলে চশমা রঙিন
        পতঙ্গ  সম  ছুটছে  মানুষ
                  মাতাল বেহুঁশ
        নগরনারীর তনুর অঙ্গারে
                আলোআঁধারে
        ধুয়ে গেছে জীবনের মানে
                নাঙ্গাগঙ্গাস্নানে
              শুনতে   কি   পাও।
       নাকি মুখে ধূম্রশলাকা গুজে
            আধুনিক বুনোসাজে
       বর্বরতার  সীমাহীন  প্রান্তরে
              মানবতা দ্বারেদ্বারে
        ভিক্ষা মাঙে বিবেকের কাছে
                তোমাদের পাছে
              শুনতে   কি   পাও।
        
.............................................২৭/০৭/২০১৮