এবার যেন ভালোবাসা দিবস আর বসন্ত
এসেছে একে অপরের হাতে হাত রাখি;
কুয়াশার আঁচল সরিয়ে বসুধার মুখখানি
সোনালি রোদে করছে তাই ঝিকিমিকি।


শীতের অত্যাচারে মৃত প্রায় ধরার বুকে
ফিরে এলো প্রাণ যেন উষ্ণতার সঞ্চার;
তাই শিমুল পলাশ অশোকে শাখা ভরে
দেখো লাল লাল ফুলের অঢেল সম্ভার।


মাঝে মাঝে দমকা হাওয়ায় দুলে উঠে
কুসুমশোভিত নতুন কিশলয় তরুলতা;
পুরনো পৃথিবী পেয়েছে যেন নব জীবন
চারিদিকে রঙিন সাজ দারুণ সজীবতা।


পহেলা ফাগুনে ও ভালোবাসা দিবসে
শুধু যেন কবিতা গান সবার মুখে মুখে;
প্রিয়তমার হাত ধরে কিংবা পাশে বসে
শুধু বুনছে স্বপ্ন ভবিষ্যতের ছবি এঁকে।


চারিদিকে পিঠা উৎসব ও বসন্ত বরণ
কত গাঁদা ফুল লাল গোলাপের বাহার;
হলুদ লালে সাজগোজ কত আয়োজন
মধুর বসন্তে দৃঢ় প্রত্যয়, ভালোবাসার।