চাওয়া পাওয়ার নেই কোন শেষ
     তোমার তো আছে বেশি
     আরো পেলে আরো খুশি
ভাবো, আরো পেলে হতো বেশ।


ক্ষুধা আর দরিদ্রতা নিয়েই মানুষ
     যে অসহায় হত দরিদ্র
     যদিও নিতান্ত নম্র ভদ্র
জীবনে পায় শুধু দুঃখ, অসন্তোষ।


কার নয় অর্থ, বিত্তের প্রয়োজন
     মিটাতে তাদের অভাব
     কেহ বা খাটায় প্রভাব
তাই তো সমাজে এত বিভাজন।


যারা ধনী মিটে না চোখের ক্ষুধা
     চিন্তা তাদের সারা ক্ষণ
     পাবে কোথা আরো ধন
দীনের সম্বল কাড়তে নেই দ্বিধা।


ধনকুবের যারা নেই যে মানবতা
     বিত্ত আর বৈভবে মোহ
     বড় না হোক আর কেহ
ধনীই হয় ধনী ঘুচে না দরিদ্রতা।


বিত্তশালীরা যেন ঠিক অক্টোপাশ
     নেই মায়া মমতা একটু
     কাড়ে গরিবের সব টুকু
বুঝেই না বুভুক্ষু জনের দীর্ঘশ্বাস।


         July 2,2020