কেটে যাবে বিপদ খুব শীঘঘির
থাকি না হয় কিছুদিন ঘরে;
কেহ যদি যাও, যেথা তবে ভিড়
সংক্রমণ যেন ততটা বাড়ে।


নিত্যই চলছে করোনার কামান
শঙ্কিত আমরা বিশ্ববাসী;
অস্ত্র এখন থাকি সবাই সাবধান
তবেই মুখে ফুটবে হাসি।


দৃশ্যত: সকলে দূরে দূরে থাকি
রহিব হৃদয়ের কাছাকাছি;
দেশটাকে যেন খুব ভালো রাখি
আমরা, যে যেথায় আছি।


কত কষ্ট খেটে খাওয়া মানুষের
ঘরে কিছু নেই, হাহাকার;
এক নিদারুণ বাস্তবতা সময়ের
এহি ক্ষণ পাশে দাঁড়াবার।