কে জানতো তুমি হবে একদিন বাংলার স্থপতি
জন্ম তোমার গোপালগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে
টুঙ্গিপাড়া সুনিবিড় ছোট্ট গ্রামের ছায়াতলে
যার কোল বেয়ে অবিরাম চলছে নদী মুধুমতী।


কে জানতো ঐ খোকা একদিন হবে বড় নেতা
মুজিব থেকে বঙ্গবন্ধু জাতির পিতা বাংলার
করবে দূর দরিদ্র মানুষের কান্না, হাহাকার
এনে দেবে মুক্তি এনে দেবে বাংলার স্বাধীনতা।


কে জানতো বজ্র কণ্ঠ তোমার, আকাশে বাতাসে
ভাসবে, প্রেরণা যোগাবে আবালবৃদ্ধবনিতার
একদিন তুমি হবে গর্ব শস্য শ্যামল বাংলার
হবে সকলের প্রিয় হবে শ্রেষ্ঠ নেতা সমগ্র বিশ্বে।


কে জানতো তুমি হবে প্রধান মন্ত্রী হবে রাষ্ট্রপতি
কে জানতো আসবে একদিন নির্মম রাত
আসবে একদিন একটি সে নিষ্ঠুর প্রভাত
তবু সকল হৃদয়ে সেই তুমি এক মোহন জ্যোতি।