আজি এ মে দিবস শ্রমজীবী মানুষের
            জাগরণী স্মারক;
সর্বহারার যেন এক দুর্মর সংকল্পের
           এক বার্তা বাহক।


শৃঙ্খল ছাড়া কি বা আছে হারানোর
          নেই কিছু অবশিষ্ট;
ওরাই তো রক্তবীজ, অধুনা সময়ের
         কখনো নয় উচ্ছিষ্ট।


ওদেরই রক্তস্রোতের শোক সাগরে
         ফুটে শত রক্তকমল;
তবু শ্রমিকের ১লা মে উৎসব মুখরে
        মর্মপীড়ায় শোষকদল।


অধিকার বঞ্চিতদের কিবা আর সম্বল
          শুধু দিতে জানে শ্রম;
সারাবছরই অভার ঘরে নেই অন্নজল
          মিলে যা খুবই কম।


মে দিবস এবার তাকিয়ে বোবাচোখে
       এই সঙ্গনিরোধ কালে;
দৃঢ়প্রত্যয়ী শ্রমিকেরা তবু মলিন মুখে
       ছুটছে শ্রম দেবে বলে।


            May 1, 2020