-            এক
  মানুষ তত্ত্ব চির সত্য
  সে কি অন্য তত্ত্ব মানে ?
  মানুষ ভজে মিলে শত
  সেই তো বলে লালনে।


             দুই
তুফান এলে যাবে মারা
       এক ধাক্কায়;
পালাবে সঙ্গীসাথী যারা
       তুমি কোথায় ?


             তিন
করো সদা ভালো কাজ
      ভাই সকলেরা;
করো না কোন রঙবাজ
      কাঁদে মানুষেরা।


             চার
ছিলাম কোথা,এলাম হেথা
        চলছি পথে;
সাথী হলো শুধু দুঃখ ব্যথা
        জীবন রথে।


             পাঁচ
     কি বা রূপ তার
   কেমনই বা আকার;
     কর্তা সে ধরার
   দেখি বাসনা আমার।


             ছয়
  জন্ম হলেই মৃত্যু হাসে
      নিশ্চিন্তে ঘুমায়;
  জীবন যেথা দুঃখ পাশে
      নিয়ত কাঁদায়।