.    আমার হৃদয় চোখে সততই তুমি
কখনো বিপণীতে,কখনো মানুষের ভিড়ে;
     কখনো আবার বাগানে,
যেন লাল গোলাপের সনে,কথোপকথনে।


     কখনো সালোয়ার কামিজে
কখনো মুক্তো খচিত সবুজ শাড়ীতে;
মনে হয় কতকাল আমি তোমাকে চিনি।
     বাতায়ন পাশে যখনই বসি
লিখবো কবিতা,পাতা ফোঁড়ে ঐ হাসি।


জোছনা রাতে সেদিন পার্কে একাকী
     আকাশের দিকে তাকিয়ে দেখি;
পা দুলিয়ে কথা কও শশীর সনে।
     নিষ্পাপ হাসিমাখা ঐ মুখ
লাল টুকটুকে চুমকি লাগানো শাড়ী
     যেন এক অপ্সরী।


কখন যে গোধূলি পেরিয়ে হলো রাত
     তাও গভীর রাত;
ঘরের দুয়ারে আমি,কড়াটিও নাড়ি নি
দিচ্ছ হাতছানি, হাতে এক গুচ্ছ ফুল
মুখে ঐ মধুমাখা হাসি। হাত বাড়িয়েছি-
মা’র গলা –‘কিরে, কোথায় ছিলি ?’


     ফিরে এলাম সম্বিতে;
কোথায় ছিলাম আমি,কোন সে জগতে ?