জেগে উঠে বসুন্ধরা ভাস্করের ডাকে
তিমির পালালে শুরু পাখিদের গান;
প্রেমেতে ডুবা শিশিরও উধাও ফাঁকে
বধুদের চুমুতে জাগে ক্লান্ত কৃষাণ।


মৃত্তিকার হৃদয় কোণে শুনি স্পন্দন
ভাঙ্গে ঘুম বৃক্ষরাজিরও হাই তুলে;
নীল আকাশ জুড়ে শুরু হয় কম্পন
বিষময় গ্যাসে প্রাণীদের কোলাহলে।


পল্লবে পল্লবে শুরু হয় স্ফূর্তি দোলা
নির্মম বাতাসে কখনো যে অভিমান;
ভাঙ্গলে হাত পা কার না হয় দুঃখ জ্বালা
তবু করে ফুল ফল অকাতরে দান।


সকাল দুপুর পেরিয়ে গোধূলি বেলা
তমস সাগরেই ডুবে দিনের ভেলা।


          চতুর্দশপদী কবিতা
             রচনাঃ২০১১