সদা ভাবি সোনার জন্মভূমির কথা
   টরেন্টোতে আছি বরফে আকন্ঠ ডুবে;
কত স্বপ্ন নিয়ে বাঁচে,দেশের জনতা
   স্বাধীনতার মিষ্টি সুধা কখন পাবে।


আজো বসন্তে ফোটে ফুল পাখির গানে
   বাজে বাঁশী,মাঠ প্রান্তরে নদীর বাঁকে;
এখনো মানবতা ঢেউ,মানুষের প্রাণে
   কেন তবু কাঁদে মানুষ,কিসের পাকে ?


অর্থ কড়ি বড় শক্তি,সবারই জানা
   অহিংসার উজ্জ্বল আলোতে শান্তি হাসে;
নদীর জলে ভাসে বিষ,ছিল অজানা
   হলাহল ছড়াছড়ি,আকাশে বাতাসে।


মানুষ তবে ছোট বড় কোথায় নেই
   অপমান মান,এ ধনী গরীব,সর্বত্র ;
প্রাপ্তি সেই মুখে হাসি ফোটে যেই  
   তাই হেথা প্রেমপ্রীতি,ভ্রাতৃত্ব বন্ধুত্ব।


যেন নেই এখানে কোন জ্বালা দহন
   শোষণ,দলন,দুর্নীতির সাত কাহন।


       (প্রবাসী বন্ধুর ভাষ্যে গড়া)