প্রতিদিন খাতা ও কলম নিয়ে বসি
   ভাবি লিখবো একটি সুন্দর কবিতা;
তোমার কষ্ট ব্যথায় তার শুধু হাসি
   রক্তপাত ও গুম পাশে,বলে না কথা।


রাস্তায় চলি সবাই তো অপরিচিত
   কথা বার্তা নেই তবে চাওয়া চাওয়ি;
মুখখানি যেন ভাবনায় নিমজ্জিত
   না হ্যালো,কুঞ্চিত দু’চোখ না প্রেমপ্রীতি।


তোমার রোদনে নেই এতটুকু ব্যথা
   চারিদিক ভরা হৈ চৈ আর হলাহলে;
যদি জ্বলে না উঠে সে কেমন কবিতা
   না উঠে ঝড় তুফান হৃদয় অতলে।


কি অপরূপ এ পৃথিবী দিনে ও রাতে
   না পারে আঁকে তার ছবি হৃদয় খুলে;
পারে না মানুষের দগ্ধ হৃদয় ছুঁতে
   তেমন কবিতা পড়ুক ঢলে মৃত্যু কোলে।


                 রচনা:২০১১