মৃদুমন্দ সমীরণে ভেসে,হেসে হেসে
গীত বার্তা নিয়ে এলে অতিথি হেমন্ত;
কাশবন ফেলে নির্মেঘ আকাশ বেয়ে
মিঠি মিঠি রোদে সফর,অতি সংক্ষিপ্ত।


শিশির স্নাত ঘাস ফুল কি অপরূপা
সোনালি মাঠ,খামারে সবজী সম্ভার;
দোলে,আনন্দ প্লাবন হৃদয়ে যে ছাপা
স্পর্শে তোমার,প্রহ্লাদে নাচেও প্রান্তর।


নেই আর গ্রীষ্মের দাব দাহ,রুক্ষতা
ঘরে ঘরে নবান্ন, সুখের মুখ দেখা;
নেই হিমেল হাওয়া শীতের তীব্রতা
রূপ বাহারে যেন বিনোদ প্রহেলিকা।

তুমি কি জানো হেমন্ত,মানব স্বপন ?
অধীর, কবে আবার তবে পদার্পন।


         চতুর্দশপদী কবিতা