.   কোন্ পথ কোন্ দিকে
    যা খুঁজি কোন্ সে বাঁকে
কেউ নেই আমায় সন্ধান দেবে;


    কেন লিখি এ কবিতা
    সারাদিন এ মগ্নতা
উচ্ছন্ন যে সংসার সবিতা ভাবে।


    গান গাই দিবা নিশি
    আমি কাঁদি শুনি হাসি
এমন বৈষম্য জগতে যেন চিরদিন;


    আঁধার কখনো আলো
    পেলো মোতি কেউ ধূলো
হলো উজ্জ্বল মুখ কারো মলিন।


    আমার এ কুঁড়েঘর
    কারো মাথার উপর
কিছু নেই,কারো বা পাথরে গড়া;


    শেষে এ পরম সুখ
    থাকবে না কোন দুখ
মৃম্ময়ী কুঠি হবে সম পরিধি করা।