-সাইদুর রহমান


দূর থেকে আসছে যে ভেসে
বুনো শিয়ালের হাঁক;
অলিগলির ঐ মোড়ে মোড়ে
শুনি কত কুকুরের ডাক।


কয়জনেরই বা থাকে তবে
রুটি রুজির আয়োজন ?
দোকানির হিসেব খাতায়
দেনার অঙ্ক থাকেই লিখন।


দুশ্চিন্তা ঘুরপাক খায় মগজে
কবে ধারদেনা মিটিয়ে দেব;
প্রতিদিন মনে জাগে আশা
কাল হয়ত একটা কাজ পাব।


ওষধের দোকানির প্রশ্ন
কি মশাই, আছেন ভালো ?
শুনি, রাতে প্রহরীর বাঁশি
যদিও সেথা আলোয় আলো।


সময় কখনো নেই থেমে
কেউ নিশ্চিন্ত কেউ শান্তি শয়নে;
তবে কেউ আর তুমি আমি
শুধু যে রত স্বপ্ন জাল বুননে।


নিদ্রার ভান করি প্রতিদিন
শুইয়ে শুইয়ে দেখি আড়চোখে;
ঘর্মাক্ত মুখে মালতির ফেরা
বাবুকে স্কুলে রেখে অশ্রুচোখে।