আমার হবে?
নিয়ে যাব সেথায়,
যেথায় যেতে তোমার মন চায়।
ছুটে যদি চাও যেতে
ওই দূরের সবুজে ঘেরা শেফালি র দেশে।
আমিও যাব তোমার সাথে।


আমার হবে?
নিয়ে যাব গ্রীষ্মের দুপুরে
বৈশাখী মেলায়।
কিনে দেব হলুদ শাড়ি,
লাল চুড়ি,ফিতা-
আলতা পরিয়ে দেব পায়।


আমার হবে?
হারিয়ে যাব মেঘের দেশে,
মেঘলা আকাশের গায়।
ভিজবো দু’জন বর্ষার দুপুরে;
ক্ষরশ্রোত বাদলে র ধারায়।


আমার হবে?
নিয়ে যাব শরতের
কোন এক সোনালী বিকেলে,
ভরা নদীর কূলে
সাদা কাশ ফুলের ভেলায়।


আমার হবে?
ছুটে যাব হেমন্তের
সোনালী ধান ক্ষেত পেরিয়ে
দূরের ওই অচেনা গাঁয়ে।
কোন এক মহা-মহুয়া সন্ধ্যায়।


আমার হবে?
ছুটে যাব শীতের মিষ্টি সকালে
মায়ের কাছে।
মিশে যাব-
রসে ভেজা গরম ভাপা পিঠা র ‍উষ্ণতায়।


আমার হবে?
ছুটে যাব বসন্তের সদ্য
ফোটা ফুলের গন্ধ নিতে
কোকিলের বেশে।
অচেনা কোন এক অরণ্যে।


আমার হবে?
ছুটে যাব ওই দূর অজানায় মরুর দেশে।
যেখানে সন্ধা হবে,
বালুচরে মরীচিকা র পরে।
|
যদি আর খুঁজে না পাই কোন পথ
তবে সেখানেই পাশা-পাশি বসে,
কাটিয়ে দেব জ্যোৎস্না ঝরা-
ওই দীঘল আলো ছায়া রাত।



২৩ ফেব্রুয়ারী ২০১৯
নওগাঁ,বাংলাদেশ।