আমি নীরব- নির্ঘুম রাত্রি যাপনে নিস্তব্ধ!
ক্ষণস্থায়ী ধরিত্রীতে কেবল মাত্র কর্তব্য রত।
দায়িত্বের গ্লানি শুধু তাড়া করে অবিরত।


দিনের শেষ-ভাগে আমি দেখিয়াছি-
মহীরুহ আড়ালে দিনমণি ঢলে পড়ে।
শুধু দেখে নাই দায়িত্ব-অক্ষি তন্দ্রাতে।


তাই নিত্য দিনই জেগে থাকি
ক্লান্ত অবয়ব অবিনশ্বর ভূবনে, -
নতুন ভোরে দীপ্ত  মিত্র উদয় দেখব বলে।


                                   ----অণু কাব্য-১



১৫ এপ্রিল ২০১৯
নওগাঁ,বাংলাদেশ।