জানো!
আমাদের এই নির্বাক পৃথিবী-
আজ থমকে দাঁড়িয়েছে,
অবাক হয়ে শুধু চেয়ে রয়েছে এক দৃষ্টিতে।
বর্ণহীন তনু তে আজ বর্ণীল ছোঁয়া লেগেছে,
মানুষ গুল ছুটে চলেছে অবিরাম-
উচ্চবিলাশিতা আর অপ্রাপ্তি র উচ্ছ্রায়।
ভুলেছে আজ তারা,
এ মায়াময়ী পৃথিবীতে এসেছে ক্ষণিকের তরে যারা।
যার সবকিছুই হবে একদিন নিশ্চিন্ন-ছন্নছাড়া।
হয়তো এর কিছুই আমি তোমায় দিতে পারব না,
তবুও চেষ্টা করব।
যদি পথিক হারায় তার পথ-
যুবক হারায় যৌবন,
কিশোরী তাঁর রূপ লাবণ্য!
পৃথিবীর সব কিছুই হয় যদি বিবর্ণ,
নেমে আসে র্দূভিক্ষ্য!
ভয় পেয়ো না।
আমি সেদিন ও রব তোমারই পাশে।
সারাদিনের গ্লানি শেষে পাই যদি যোগাতে দু’মুঠো আহার-
তার সবটুকু ই দেব তোমায়,
চাইব না কিছুই এর বিনিময়।
শুধু তোমার কোলে দিও আমায় একটু খানি ঠাঁই।
আমি মাথা রেখে চেয়ে রব-
ওই দীপ্ত  খোলা চন্দ্রিমা আকাশের পানে;
ঝলমলে তারা গুলো জ্যোৎস্না ছড়াবে তোমার গায়ে।
হাত বুলিয়ে দিও এলো কেশে-
বলো তোমার যত কথা,
যত অভিমান,যত ব্যথা জমা রয়;
আমি শুনবো তার সবটাই।
তোমার অশ্রুশিক্ত ওই দু’নয়নের জল ঝরে পড়ে-
যদি ফোঁটা ফোঁটা আমার গায়;
তবুও আমি ঘুমাবো তোমারই কোলে চিরকাল।



১৯ ফেব্রুয়ারী ২০১৯
রসুলপুর,বাংলাদেশ।