আমি এই মর্মে প্রত্যায়ন করছি,-
একদিন তোমাদের শোধ করতেই হবে।
শোধ করতে হবে প্রতিশোধের চড়া মূল্যে,
সিরিয়ার ধূসর প্রান্তর রন্জীত করা
শিশুদের রক্তের দাম।
রক্তের দাম রাখাইন ও গাজায়,
ভিয়েতনামে, বাংলায়, কাশ্মিরে-বালুচে, কায়রো বা রাক্বায়,
হিরোশিমা, ইয়েমেন, গুজরাট, রামু, সাতক্ষীরায়।
পৃথিবীর কোণে-কোণে কড়ায়-গন্ডায়।
জেনেরেখো, রক্তের রং সর্বদাই লাল,
যে নামেই ডাকো, যেভাবেই হানো তলোয়ার।


আমি এই মর্মে প্রত্যায়ন করছি,-
আমরা সকল পয়গম্বরের প্রত্যাদেশে রেখেছি বিশ্বাস,
সকল দার্শনিকের জীবন-বীক্ষা করেছি অধ্যয়ন।
আমরা সকল সাধু-সন্তের দিব্যবাণী,
পূর্বের, পশ্চিমের, উত্তর ও দক্ষিণের মহাজীবনের দীক্ষা,
আত্মস্থ করেছি শ্রদ্ধায়, মমতায়, রক্ত-কণায়।
কেউ তারা বলেনি কোন কালে,
মানুষের রক্তে পুষ্ট হবে মামুষ,
নারীর লাঞ্চনায় হৃষ্ট হবে বীরের পৌরুষ।
শেখায়নি পূঁজীর পূজা, জাতের দম্ভ, ভোগের জৌলুস।


আমি এই মর্মে প্রত্যায়ন করছি,-
তোমরা যারা শিশুদের থেকে নিয়েছো কেড়ে
গৃহকোণে আদর জড়ানো মায়ের কোলের উত্তাপ,
পিতার বাহুতে তুলে দিয়েছো বিক্ষত সন্তানের লাশ,
মা'য়েদের করেছো লাঞ্চিত, জননীকে ভুলে।
মানুষের অস্থি-মজ্জায় সেঁটে দিয়েছো
সর্বোচ্চ বাজার মূল্যের ছাপ।
নিশ্চিত জেনে নিও আজ,
সকল যুদ্ধ-খেলুড়ে, কৃপাণ-বণিক, হীন মতলববাজ,
শোধ তোমাদের করতেই হবে মানবতার ঋণ,
দেশে-দিশে আসবেই ফিরে মনুষ্যত্বের দিন।


আমি এই মর্মে আবারও প্রত্যায়ন করছি,-
তোমাদের কর্ণ বিহ্বরে একদিন বিঁধে যাবে অগ্নিবাণ।
আমাদের ভোরের পাখীদের গান যারা কেড়ে নিচ্ছো,
কেড়ে নিচ্ছো নীরব রাতের ঝিঁ-ঝিঁ পোকার তান।
প্রচন্ড শব্দে প্রকম্পিত করে দিচ্ছো
অদম্য কিশোরের ঘুড়ি ওড়ানো আকাশ,
কিশোরীর এলোচুলে পোড়া গন্ধের বারুদ-বাতাস।
ভালোকরে মনেরেখো তাবৎ দুষ্টকুল,
যারাই হাঁকাচ্ছো আদিগন্ত বোমারু বিমান,
যারাই করে যাচ্ছো বুলেটের তসবিহ হাতে জিহাদের ভান।


তোমাদের জন্যেই থেকে যাবে বীভৎস চিল-চেঁচানো চিৎকার,
মৃত্যু-যন্ত্রনা কাতর মানুষের শেষ আর্তনাদ, ঘৃনা ও ধিক্কার।
                         ---- ০ ----