তরুণ তোমার করুণ দশা করলো কিসে ?
মাদক নামের মারণ বিষে মারছে পিষে ?
   নিজের মাঝে কুঁকড়ে
           কাঁদছো কেন ডুকরে
মুছে ক্ষতো মুক্ত-ধারায় যাও না মিশে ।


কেন জোয়ান থাকবে অচল কিসে তুমি কম আজ
হও বহতা নদীর মতো ডাকছে সুশীল সমাজ
    বৃথাই তুমি রাগো
           দীপের মতো জাগো
জাগলে তুমি পাবেন তাঁরা সামনে চলার দম আজ ।


তোমার হাতে মানুষ মারার নানান রকম অস্ত্র কেন
মায়ের কোলে জন্ম নিয়ে কাড়ছো নারীর বস্ত্র কেন
        ছাড়ো ধানাই পানাই
        বাজাও সুরের সানাই
তোমার সুরের ছন্দে মানুষ মুগ্ধ হয়ে নাচবে জেনো ।


শান্ত মায়ের সুবোধ ছেলে ধরলে জঙ্গিবেশ
কেমন করে শান্ত হবে দেশের পরিবেশ?
   আর চলো না ভুল ধারাতে
   ফিরে এসো মূল ধারাতে
আকুল করা আর্তি নিয়ে ডাকছে তোমায় দেশ ।