*
মন মুকুরে ময়না পাখির মুখ
রংধনু রং নাচে চোখে সেতার বাজায় বুক।


*
যে খোপায় গুঁজো চেরিফুল
তার পায়ে বেড়ি দেয়া হবে না কি ভুল?


*
পাখি আর কত গলা সাধবি?
দলিতা ললিতা হয়ে কত আর কাঁদবি!


*
কোন সুরে কাঁদে প্রাণ বাঁশরি
বুঝলে না খুঁজলে না–ধ্যান ধরে ক্যান থাকো পাশরি?


*
ঘুড়ি উড়ি বেভোলা বেহুশ!
বাতাসে ভাসিয়া গেলে তুলার কীসে দোষ?


*
বুঝি না বাঁশির মহিমা
বাজিলে সে আমি আর আমাতেই রহি না!