মৌমাছিতে যেমন মধু  
উৎপাদিত
তেমন মধু রোজ আমারে
লুৎফা দিত।



তার বাগানে ফুল ফুটাবো
করতে গেলাম সল্লা
তেড়ে এসে হুল ফুটালো
লাল বরনি বল্লা।



তার কানেতে আমি যখন
ঢালি প্রেমের ক্বাসিদা
ও ঘর থেকে ভাই আসে তার
হাতে নিয়ে কাঁচি দা!



প্রেম হলো এক কাঁচের বাসা
সন্দেহ তার ঢিল,
ছুড়ে দিলেই ভাঙে বাসা
আর থাকে না মিল।



পকেটে নাই ডলার দিনার
কিংবা পাউন্ড-স্টার্লিং
তাই কি আমায় লেজ দেখালে
ফ্যাশানধারী ডার্লিং?



যাবার পথে ছড়িয়ে দিলাম
ব্যথার গোলাপ ফুল
দেখলে না তো বুকের ভেতর
এ কোন হুলস্থুল!



মনটা তোমার কচুপাতা
প্রেম সেখানে পানি
কেমন করে বুঝবে তবে
এই হৃদয়ের বাণী?



তুমি বললে, যাই-¬
দাঁড়িয়ে ছিলাম নিথর
কেমন করে উঠলো যেন
গহন বুকের ভিতর!



প্রেম তো জানি একবারই হয়
আপনি করেন সেঞ্চুরি
প্রেমের নামে কোমল প্রাণে
ক্যান যে জনাব দেন ছুরি!


১০
মন খেয়ালে লিখছি যে সব
বলবে তুমি ফান
এই পৃথিবীর অমল মধু
নিখাদ প্রেমের গান ।