*
শ্রমিক ঘুরায় কলের চাকা শ্রমিক খাটে খামারে
ন্যায্যদাবি করলে বলেন,'ওদের ধরে থামা রে'
বলতে গিয়ে তুড়ি দিয়ে
উলটে পড়েন ভুঁড়ি নিয়ে
তখন কেন বলেন আবার,'তোলরে টেনে আমারে!'


*
দাবি-দাওয়া হয় না আদায় বলুন যদি আস্তে
দাবি আদায় করতে হলে হয় শানাতে কাস্তে
তাকিয়ে দেখুন পেছন পানে
বাজছে সে সুর মধুর তানে
দুঃসাহসী লড়াই লাগে বাঁচার মতো বাঁচতে।