ফলে মেশায় রাসায়নিক মাছে মাখে ফরমালিন
করছে এসব অসৎ পাতক
মানুষরূপী নীরব ঘাতক
সে সব খেয়ে দিনে-দিনে হচ্ছে বাছা তোর মা লীন!
আশ-পড়শি সজন জ্ঞাতি
অবাল-বৃদ্ধ খেলার সাথি
রোগ বালাইয়ে ধুঁকতে ধুঁকতে বলছে, “সমাজ কর শালীন”।


এ হাল বেহাল; শ্বাস চলে না বন্ধ হয়ে যাচ্ছে দম আজ
ঠাণ্ডা মাথায় মারবে মানুষ?
মানুষ নামের দেখবো ফানুস!
বুকের তাজা রক্ত দিয়ে কে চেয়েছে এমন সমাজ!
হেঁই বাছাধন ওঠরে জেগে
দেশ পেয়েছি তুমুল ত্যাগে
সোনার দেশের আঙ্গিনাতে জঙ্গি সাজে ঘুরছে যম আজ।


এ যম হতে রক্ষা পেয়ে দেখতে হলে ফর্সা দিন
কাতেলরূপী বাতেল যেথায়
কৃপান হয়ে দাঁড়া সেথায়
জাল ভেজালের টুটি টিপে ডর ভেঙে কর স্বর স্বাধীন।
লাখ শহীদের সোনার দেশে
অসূর কেন উঠবে হেসে?
তুই বাছাধন ঘুমিয়ে গেলে হবে দেশের ভরসা লীন।