চন্দ্রের মন্দ্রিত আলোয় সাঁতার না কেটে তুমি ঘুমিয়ে পড়ো না।
দ্যাখো, টিপ টিপ ঝরে পড়ে জোছনার মুক্তো কণা–
তুমি ঘুমিয়ে পড়ো না।


জোনাকির এসরাজে উঠেছে রাগিণী
অনুরাগে পাতার পরান কাঁপে থরো থরো
ধরো, গুনগুন গান ধরো –
কোরাস না করে তুমি ঘুমিয়ে পড়ো না।


বাদুরের ডানায় শুনে জীবনের গান
শিশিরের সুর থেকে জমিয়েছি ফোটা ফোটা প্রেম
একাকী নিশিতে;
কিছু তার তনুতে না মেখে তুমি ঘুমিয়ে পড়ো না।


আকাশের নীল বুকে নীলার লহরি
উপহার দেব বলে জেগে আছি একাকী প্রহরী
দোসর না হয়ে তুমি ঘুমিয়ে পড়ো না…
নীহারিকা ধ্বসে যাবে; ভেসে রবে আলোহারা চাঁদ।