ইঁদুরদৌড়
রহমান মুজিব


সেদিন এক ছেঁড়াখোঁড়া এলেবেলে পৌরে
অভ্যাসে কেশে কেশে
বলেছিল হেসে হেসে,
“কবি যদি হবি সাব ভেবে-সেবে কও রে
ইঁদুরেরে ঘৃণা করো
বিষে পিষে মারো ধরো
তবে কেন হও রত সে ইঁদুর দৌড়ে”?