কেন এতো গর্জো মুজিব কেন এতো গর্জো
তোমার তুমি চইলা গেলে তুমি একটা বর্জ্য।


চিন্তা কইরা দেখতে পারো ছিলে বিন্দু জল
মায়ের পেটে তোমার মাঝে ফুটলো সেই কমল
সেই তুমি ক্যান লাফাও ঝাঁপাও রাখলা কোথায় ধৈর্য।


ভাইবা দেখো সেই পানিতে ছিল কত কীট
দৌড়া-দৌড়ি কইরা শেষে তোমার হইল জিত
সেই তুমি কেন হাইরা গিয়া ধইরাছ মাৎসর্য।


'ক্বালু বালা-' বইলা কথা দিয়া আইয়া
সবই দেখি ভুইলা গেলা রাঙ্গা জিনিস পাইয়া
যতই মার জারিজুরি শোধতে হবে কর্জ।


তোমার মতো কত্ত ছিল, আজকে তাঁরা কই?
যতই করো বাহাদুরি দুধ ছাড়া নাই দই।


বাজার যখন ভাইঙা যাইব ছুঁটবা রাজারহাঁট
সাঙ্গ হবে লেনা দেনা– বন্ধ দোকান-পাট
তোমার তুমি চিনতে পারলে পাইতে পার শৌর্য।


বি:দ্র: গর্জো= গর্জন করা, চইলা= চলে, কইরা= করে, ভাইবা= ভেবে, হাইরা= হেরে, ধইরাছ =ধরেছ, আইয়া=এসে।