খেতমজুর
রহমান মুজিব


নিঃসঙ্গ নিশিতে
নীরবে নিড়াই স্মৃতির আগাছা
আমার এমনই কপাল একদিকে নিড়াই তো
অন্যদিকে জেগে ওঠে দানবের দাঁত ।
ফি-রাতে নিড়াতে নিড়াতে
আমার মস্তিষ্কের কোষে
পড়ে গেছে
বিশাল ফোসকা ।
কে দেবে মলম মেখে….
ফুরসত মেলে না –কেবলই নিড়াই …
অথচ অমেয় সুখে বুনেছিলাম পুষ্পের বীজ।