সবুজ সবুজ মানুষ খুঁজি
সবুজ সবুজ মন
যেই মানুষের মনটা হবে
মৈত্রী-মধুর বন।


থাকবে বনে গাছ-গাছালি
সাম্য-প্রীতি-মায়া
মানুষ দিবে অন্য জনে
বটের শীতল ছায়া।


শাখায় শাখায় ফুঁটবে তাজা
ভালোবাসার ফুল
ফুল সুবাসে হিংসা-নিন্দা
করবে সে নির্মূল।


চাই না মানুষ হিংস্র অসুর
পাষাণ মরু পাথর
মানব হবে খাঁটি মাটি
গোলাপ-বেলি-আতর।


মানুষ খুঁজি কোমল কমল
দীপ্ত রঙিন জন
যেই মানুষের কর্মে রবে
প্রেমের নিদর্শন।


যশোর
১২.৬.১৫