রাত নিশিতে একলা চাটি চকোর হয়ে চাঁদের থালা
হায়! তবু কি তৃষ্ণা কমে!বেঘোর বাড়ে ইশকে আলা।
তোমরা ভেবে বলছো বটে নামেই থাকে নামের শশী
ফুল বিনা তার আতর মেখে কার মিটেছে মনের জ্বালা?



জরায় ভরা এই জগতে প্রিয়ার অধর সাচ্ছা খাঁটি
যে বোঝেনি অধর কদর বিফল বেকার জীবন মাটি
চুম্বনে তাঁর উষ্ণ আগুন আশিক বিনা সব পুড়ে ছাই
আমারও কি হুঁশ আছে ভাই! নূর নিবেষে দাঁতকপাটি।