ফুলেতে উঠলে ভরে ফুল-বাগ
মধুকর গানে
ফুলেদের কানে
আবেশে যায় প্রকাশে অনুরাগ।
শুকালে বনোতল
কোথা রয় অলিদল
বাগানের বুকে জ্বলে খর নিদাঘ।
জগতের এযে ধারা
শীতে গাছ পাতা হারা
এ লীলা বুঝতে কেন রও বিরাগ?
ও মনা ফুলবাগান
তুমিতো ভুলবা তান
সময়ে ফুল ফুটাতে হও সজাগ।