*
গেল কই   প্রেম শিখাইয়া চান্দে
লাগি তার   কানতে কানতে লিখতে লাগছি লান্দে।


*
যদি চাও চড়তে পারি শূলে
যদি দাও শুঁকতে সুবাস তোমার মদির ফুলে।


*
মাঝ নিশিতে ঘুম দিল না চুম
তুমি ছাড়া নয়ন তারা বহায় ধারা ঝুম।


*
টোপ ফেলেছ টোপ গিলেছি চুপ
পড়শি আমার বড়শি ফেলে কোথায় দিলা ডুব!


*
কাজল ওচোখ সজল হলে তাঁর
বুকের পাখি গজল গেয়ে কাঁদে অনিবার।


*
ওড়না উড়ুক দিসনে তারে ফাঁস
লুঙ্গিগুলো জঙ্গি হলে কান্না বারোমাস।


*
বুড়ো জামাই কাশে খকর খক
কিসমিস দুটো নিশপিশ করে আঙ্গুর হলো টক।