(প্রাণের কবি' গানের কবি কাজী নজরুল ইসলাম স্মরণে)


ওই যে বাজে কীসের বাঁশি?
–বিষের বাঁশি 'বিষের বাঁশি' ।


বাজছে আজও শুনছো কি না ?
– কে শোনেনি 'অগ্নিবীণা'!


থাকলে আগুন রয় কি চাপা ?
– রয় না, ফোটে 'দোলনচাঁপা'।


খুঁজলে আজও কি যায় পাওয়া?
– বইছে উতাল 'পুবের হাওয়া'।


তার ছিল কি বিত্তনামা ?
– কেবল ছিল 'চিত্তনামা'।


নয় কি তিনি গর্ব ছাড়া ?
– ফেলেন সাড়া 'সর্বহারা'।


কাব্য বটে 'সাম্যবাদী'
– তার চেতনায় জীবন বাঁধি ।


ভাগ্যে ছিল শনির দশা
– অঙ্গে কাঁটা 'ফণীমনসা'।


বিদ্রোহী সে কাঁদনহারা
– বাঁধ মানে না 'বাঁধনহারা' ।


ইতিহাসে রয়নি লিখা?
–জ্বলছে দেখুন 'প্রলয় শিখা'।


জীবন ছিল কষ্টসিন্ধু
–লিখেন তিনি 'চন্দ্রবিন্দু'।


ভুলতে পারে কে তার দান ?
– যায় না ভোলা 'ব্যথার দান' ।


জুড়াক কবির হৃদয় জ্বালা
– কণ্ঠে হাসুক 'শিউলিমালা'।


সিলেট
২০০৪খ্রি: