লালসালুতে তাল  না দিয়ে
আউলা-ঝাউলা ফাল না দিয়ে
লা শারিকের পথ ধরো
সত্য আলোর রথ ধরো।


মিল্কিওয়ে চন্দ্র তারা
সাগর তলে স্রোতের ধারা
ক’টার তুমি জ্ঞান রাখো?
গোমরাহিতে মন না মাতে–
সেদিক পানে ধ্যান রাখো।


গ্রহান্তরে ঘুরে ফিরে
কিংবা পাহাড় পাতাল চিরে
কি বলেছে বিজ্ঞানে?


কেউ কোথা নাই
বাজছে সানাই
শুনছে নাকি ঠিক কানে?


হিগস বোসন এর কণা খুঁজে
সবকিছু কি গেছে বুঝে?
ভেবে বলো ঠিক জ্ঞানে।


তর্ক জুড়ে কথার ভাঁজে
স্রষ্টা স্বীকার করছে না যে
সে বুঝি খুব ঠিক জানে?
জানার পরেও জানা থাকে
এ কথা সে নিক জ্ঞানে।


ওই যে দেখো চরাচরে
এক সৃজকের জিকির করে
তাঁকেই পাবে সবখানে
সিজদা করি তার শানে।