তুমি কি পরশপাথর?
স্পর্শেই বদলে দাও অনুভব
নিথর নির্জীব খরায় জাগে প্রাণের উৎসব।


এই যে প্লাবন, দুকূল ছাপিয়ে উৎসারে প্রাণ রস
তারে তুমি কোথায় ধরে রাখো?
খরা কেটে মরা প্রান্তরে ফোটে সুবাসী মুকুল
বিমুগ্ধ বিস্ময়ে চেয়ে চেয়ে দেখি
কতো ভাঁজ, কতো খাঁজ–
কখনো চেনা, মাঝে মাঝে বড়ই অচেনা!


অয়ি, রহস্যময়ী
আমি তো হারিয়েছি… তেলের মাঝে তিল।