রুবাই - ১


চৈতি খরা বুকেভরা ওইখানে খুব তৃষ্ণা বধু
প্রেম পিয়াসি খোঁজ রাখে না মাশুক বুকে বিষ না মধু
এক সাহারা আঁজলা পেতে চাইছি ঈষৎ উষ্ণ সাড়া
এক ইশারায় নে না টেনে আর প্রতিরোধ দিস না বধু।


রুবাই - ২


কূল হারাতে ভয় কি বলো তুমি যদি নাও কোলে
মূলের আশায় কূল হারাতে বন্ধু আমার মন দোলে
যার যা খুশি বলুক লোকে ডাকুক তোমায় কূলনাশা
প্রমের ফুলে মাল্য রচি– জলদি এসে নাও গলে।


রুবাই -৩


একের মনে বাজলে বাঁশি ঢেউ তোলে তা আর মনে
একলা বসে বাজাও বাঁশি হবেই কথা তাঁর সনে
শ্রোতায় সুরে ঐক্য হলে ফল ফলাবে আহেরে
লাভের ভাণ্ড পূর্ণ রবে পড়বে না টান মূলধনে।


যশোর
১১/৯/১৮