রহমান মুজিব

হাসিমাখা সেই মুখ দেখব না আর
এই বুকে অতিকায় ব্যথার পাহাড়!
পলে পলে জ্বলে ওঠে স্মৃতির চেরাগ
বারিকণা সারি গায় নয়ন আঁধার।

তাঁর গলাতে চাই না দিতে আমার ব্যথার হার
কোমল কমলকন্ঠ কী তার বইতে পারে ভার!
আমার বুকেই থাক না পড়ে গরল ব্যথার বিষ
নীল বেদনায় সুনীল হবো– এটাই উপহার।

যায় কি তাঁরে ভোলা বলুন যায় কি তারে ভোলা?
যাঁর পরানে বুনন করে মায়ার ছবি তোলা
ফোঁড়ে ফোঁড়ে ঝরতো দরদ তিনি এমন গুণি
ঘোর লাগানো সে সব ছবি দেয় হৃদয়ে দোলা।