তোমার ছায়া খুঁজেছি
শেষ গোধূলি লগ্নে ।
তোমার ছবি দেখেছি
মধ্য রাতের স্বপ্নে ।
আজো উড়ো চিঠি পাঠাই
তোমার পুরনো ঠিকানায়।
আজো ছন্নছাড়া হই
এলোমেলো ভাবনায়।
আজো,
বইয়ের ভাজে লুকানো
মলিন চিঠির খাম ।
চিঠির শেষে মেশানো
তোমার ছদ্মনাম।
কোন অভিমানে ভিজে
আজ হয়েছো নিখোঁজ?
তবু মেঘের ভাঁজে ভাঁজে
তোমায় খুঁজি রোজ?
তুমি
তুমি হারিয়েছ কোথায়?
অজানা ঠিকানায়?
তুমি
লুকিয়ে আজ কোথায়?
দূরে কোন সীমানায়?
তুমি হাত ছুঁয়ে দিলে,
মলিন ছবি সব
-রঙের স্রোতে ভাসে।
তুমি চোখ মেলে তাকালে,
বিলীন স্বপ্ন বিকেলে,
-ডানা মেলে হাসে।
তোমার ঠোঁটের স্পর্শে,
আমার হারানো ছন্দ আমার,
-ফিরে ফিরে আসে।
তুমি হারিয়ে কোন দূরে
হয়েছো অচেনা?
কোন সে অভিমানে
তোমার এমন ছলনা?
আমি ক্লান্ত হয়েছি আজ
তোমায় খুঁজে খুঁজে ।
অভিমান জমে গেছে
চিঠির ভাজে।
তুমি এসো ফিরে এবার
মুছে দেবো তোমার,
-চোখের যত কান্না।
তুমি বোসো পাশে একবার
পুরণ করবো তোমার,
-অবুঝ সকল বায়না।
তুমি ফিরে এসে তোমার
হাত বাড়িয়ে দাও,
আমার মলিন চোখে রাত,
-তোমার রঙে রাঙাও।