আমার সকল আশা যেনো চৈত্রের দাহ
হাওয়ার সাথে ঝরা পাতা হয়ে ঝরছে।
দু'হাত বাড়িয়ে যখন ধরতে যাই পারিনা
ধরে রাখতে।
উড়ে যায় বহুদূরে।
সামনে বিশাল জলরাশির কলতান
খুঁজে পাই না আপনারে।
আকাশ ও মেঘের ছায়া আপন বেগে
ছুটে আসে ময়ূরপঙ্খির নাও চালিয়ে।
আপনার ভিতরে জন্মেছে আগাছার জয়ধ্বনি
কাটিলে রক্ত ঝরে ছাউনি দিলে অন্ধকারে আচ্ছন্ন হয়।
এমনটি কি--
একজন মানুষের জন্য মহাবিপদ সংকেত নয় কি?