অবাক চোখে শুধুই তাকিয়ে দেখি
চারিদিক যেন সূর্যের আলোতেই
অন্ধকারাচ্ছন্ন হয়ে জলতরঙ্গের বাঁকেবাঁকে
তলিয়ে যাচ্ছে।
দূর্বলেরা সত্য বলে মিথ্যাদের মার খাচ্ছে
কাকের থাবায় চিলের বিলুপ্তি ঘটছে।
অপরাধের শিকারে বিলিন প্রেমপাখি
যাচাই-বাছাই নাই টাকায় সুবিচারের রায়।
এমন করে লিখলে পরে মতের লেখিকা বন্দী হবে।
বুঝে নিও বন্ধুগন সবই নিপাত হচ্ছে
এই ভবের আর্শিতে।